জাহাঙ্গীরনগর D ইউনিট 💫 মেডিকেল পরীক্ষার্থীদের শেষ ভরসাস্থল! | beBrainer
01796636922
mailer@bebrainer.com

জাহাঙ্গীরনগর D ইউনিট 💫 মেডিকেল পরীক্ষার্থীদের শেষ ভরসাস্থল!

Created by BeBrainer Ltd. in Jahangirnagar University 25 Jan 2023

সবুজের রাজধাণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'রয়েল' ইউনিট হিসেবে পরিচিত 'ডি' ইউনিটের এটি সবচেয়ে নির্ভরযোগ্য, স্মার্ট এবং কার্যকরী কোর্স। তাই একজন ফিউচার ফার্মাসিস্ট, জেনেটিক ইঞ্জিনিয়ার কিংবা মাইক্রোবায়োলজিস্ট হওয়ার যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে আজই জয়েন করে ফেল আমার এই কোর্সে।

২০১৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ১২ তম স্থান অধিকার করি। চান্স পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক এবং ঘ ইউনিটেও। কিন্তু ক্যারিয়ায় অপশন হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগকেই বেছে নেই। করোনা মহামারী বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল এই যুগ লাইফ সাইন্সের যুগ এবং এই যুগের সবচেয়ে গুরুত্বপুর্ণ ব্যক্তিরা হলেন লাইফ সাইন্টিস্ট তথা ডাক্তার, ফার্মাসিস্ট, জেনেটিক ইঞ্জিনিয়ার, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট প্রমুখ ব্যক্তিগণ। তাই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রতিযোগিতামূলক ইউনিট হল ডি ইউনিট, তথা জীববিজ্ঞান অনুষদ।

এ ইউনিটে চান্স পেলে তুমি যে যে সাব্জেক্টে ক্যারিয়ার গড়তে পারবেঃ

ফার্মেসী

মাইক্রোবায়োলজি

জেনেটিক ইঞ্জিনিয়ারিং

বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি

পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স

বোটানি

জুলজি


  এই ইউনিটটিতে যে যে বিষয়ের উপর পরীক্ষা হয় সেগুলো হলঃ

  • উদ্ভিদবিজ্ঞান (২২ নম্বর)
  • প্রাণিবিজ্ঞান (২২ নম্বর)
  • রসায়ন (২৪ নম্বর)
  • ইংরেজি ও বাংলা (৮ নম্বর)
  • আইকিউ (৪ নম্বর)

আমার এই কোর্সটিতে তোমরা পাচ্ছো: 

  • উপরিউক্ত সকল বিষয়ের উপর সহজ ও স্মার্ট উপায়ে কমপ্লিট দিকনির্দেশনা এবং গাইডলাইন, যা তোমাকে শুধুমাত্র জাহাঙ্গীরনগর ডি ইউনিটেই যে ১০০% পূর্ণপ্রস্তুতি দিবে তা নয়, পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষায় উক্ত সাব্জেক্টগুলোর প্রস্তুতিতে এগিয়ে রাখবে।
  • এই কোর্সের মাধ্যমে তোমরা কেবল সিলেবাস শেষ করা-ই নয়, প্রশ্নব্যাংকও সলভ করতে পারবে।
  • তোমাদের কোর্সটিকে আরো আকর্ষণীয় করে তুলতে ডি ইউনিটে টপ করা ভাইয়া, আপুরা এডমিশন যুদ্ধের মজার মজার এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবে।
  • যেকোনো সমস্যা (সিলেবাস কিংবা সিলেবাস বহির্ভূত ) সমাধানে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভাইয়ার সাথে সার্বক্ষণিক এড থাকার সুযোগ

নোটঃ 
১। সেকেন্ড টাইমারদের জন্য জাবি সবচেয়ে বেস্ট অপশন, কারণ এখানে মেডিকেলের মত ৫ মার্ক কাটা যায় না। 
২। যাদের জিপিএ কম তাদের জন্যেও জাবি বেস্ট অপশন, কারণ এখানে জিপিএর উপর মাত্র ২০ নম্বর থাকে।

Comments (0)