ঢাবি Written পরীক্ষায় ভালো করার ৯ টি হ্যাকস । DU Written Preparation | beBrainer
01796636922
mailer@bebrainer.com

ঢাবি Written পরীক্ষায় ভালো করার ৯ টি হ্যাকস । DU Written Preparation

Created by BeBrainer Ltd. in University Admission Updates 17 Dec 2022
ঢাবি Written পরীক্ষায় ভালো করার ৯ টি হ্যাকস । DU Written Preparation

"DU D writing hacks" তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন ছিলো যে ভাইয়া কিভাবে রাইটিং এ হাই স্কোর কিভাবে তুলতে পারব?কেউ কেউ আবার চিন্তিত যে কিভাবে ২৫+ তুলতে পারবা! আমার নিজের অনেক বন্ধু আছে যারা শুধু রাইটিং অংশে ধরা খেয়েছে। ডি ইউনিট এ ৪০+ এমসিকিউ এ তোলা কোনো ব্যাপার না যে শুধু ডি ইউনিট এর প্রস্তুতি নিয়েছে। কম করে হলেও ১৫০০ স্টুডেন্ট এমসিকিউ এ ৪০+ পাবে।আমি পুরো রাইটিং এর ব্যাপার টা তুলে ধরব। যেসব জিনিস মাথায় রাখলে ২৮+ পাবা ইনশাআল্লাহ।

What to do-
1. Grammatical and spelling mistake should be avoided. Your impression will be destroyed. রাইটিং এবলিটি দিয়ে তোমার গ্রামাটিকাল প্রফিসিয়েন্সি,স্পেলিং একুরেসি এবং সেন্টেন্স মেকিং এবিলিটি চেক করা হয়।

2. Your starting and ending sentence must be maintain the quality you are offering throughout the writing. Get in to the point directly. When you are describing the importance or problems. Try to start with a catchy line that reflects your whole writing.
For example : একটা বাংলা অনুচ্ছেদ লিখতে বলল রাশিয়া- ইউক্রেন পরিস্থিতি নিয়ে তোমার মতামত। তুমি জিকে পড় নাই ঠিকঠাক। ব্যাপার টা সম্পর্কে তোমার ধারনা নেই, কিন্তু ভাসাভাসা নলেজ আছে।কিভাবে লিখবে?

এটার জন্য তোমাকে ৫-৮ বাক্য লিখতে হবে।খুব সম্ভব ৫ বাক্য বলবে।তুমি শুরু করবে এভাবে'' রাশিয়া - ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ পুরো ইউরোপ মহাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউক্রেন এর সমর্থন এ প্রায় অধিকাংশ দেশ ই এগিয়ে এসেছে তাই রাশিয়াকে বিশেষ কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে।---

দেখো এই যে দুটো বাক্য লিখলাম অনেক বেশি ইনফরমেশন দিচ্ছে না,কিন্তু আমার সেন্টেন্সমেকিং এবং প্রাসঙ্গিক থাকার এবিলিটি শো করছে।আমি যদি শুরু করতাম- রাশিয়া ইউক্রেন এর পরিস্থিতি অনেক জটিল।আমার এবিলিটি শো করার সুযোগ কমে গেলো। মার্কস ও কমে গেলো।
3.Translation : সবসময় চেষ্টা করবা আক্ষরিক অনুবাদ করতে। ভাবগত অনুবাদ শিখার প্রয়োজন নেই।যদি কোন কবিতাও পাও সরাসরি আক্ষরিক করো।গতবছর এভাবেই করেছিল সবাই। স্কোর ও ঠিকঠাক এসেছিল।আর ফ্লুয়েন্সি মেইনটেইন করবা লেখার। যেন মনে হয় ম্যাচিয়ুর স্টুডেন্ট দেখলেই। খুব সহজ করে বুঝালে-
I am a student.
আমি হই একজন ছাত্র ❌
আমি একজন ছাত্র ✅



4.ভুল শুদ্ধিকরণ - যত গুলো ঠিক করতে বলবে বাংলায় ঠিক ততগুলো এর নিচে না দাগিয়ে ১/২ টা বেশি দাগায়েন কনফিউশান থাকলে।এটা প্রপার ওয়ে না।স্টিল ৭০% স্কোর পাওয়ার হাই পসিবিলিটি থাকে

5.Paragraph writing : টু দ্যা পয়েন্ট এ লিখবা।ব্রেইনস্ট্রমিং ছাড়া লিখবা না।Traffic Jam is a hindrance for the growth of a developing country like Bangladesh. এইটা আসলে তুমি যদি লিখতে থাকো Traffic jam নিয়ে স্কোর বিলো ৫০% হবে।তোমাকে ১০ টা বাক্য তে দেখাতে হবে কিভাবে ট্রাফিক জ্যাম কিভাবে এফেক্ট করতেসে বাংলাদেশের গ্রোথ এ।

6. Write after thinking.
এই স্টেপগুলো মেনে চললে স্কোর এম্নেই বেশি আসবে ইনশাআল্লাহ। এর সাথে নিচের টেকনিক্যাল স্টেপ গুলো কম্বাইন্ড করলে আর কি।
এবার আসি টেকনিক্যাল স্টেপ গুলো ঃ

1.Don't overwrite- আল্লাহ এর ওয়াস্তে খাতা টা নিট এন্ড ক্লিন রাখবা খাতা।এটার জন্য হিউজ মার্কস কমে যায়।একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তোমার রাইটিং ইফোর্টলেসলি পড়তে চাইবে।এত সময় তাদের নেই যে তোমার খাতায় কি লিখা সেটা বুঝতে জীবন পার করবে

2. Use blue and green pen for highlighting - অন্য কালির কলম ব্যবহার করো না আর।এই দুটো স্ট্যান্ডার্ড কালার।আমি নিজেই ইউজ করসি।

3. Complete your MCQ 5-10 minutes earlier: ব্রেইনস্ট্রমিং এর সময় পাবা। রোডম্যাপ টা রেডি করতে পারবা।

আশা করি তোমাদের রাইটিং এ ভালো করার জন্য স্পষ্ট ধারণা পাবে।

Azaz Ahmed
IDMVS, University of Dhaka (Du D 371 th Science)

Comments (0)