দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। দশ থেকে এগারদিন আবেদনগ্রহণ চলবে। এবারও আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদন শুরুঃ ১২ ফ্রেব্রুয়ারি রবিবার থেকে।
আবেদন ফিঃ ১০০০/- টাকা
আবেদন চলবেঃ ২২/২৩ ফ্রেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখঃ ১০ ই মার্চ ( শুক্রবার )
মোট ভেন্যু সংখ্যাঃ ১৯ টি।
অফিসিয়াল ওয়েবসাইটঃ http://dgme.teletalk.com.bd/ ( এই ওয়েবসাইট থেকে আবেদন করবে )
সার্কুলার (নমুনা ) https://drive.google.com/file/d/14YieaxnzqZNi3f_j51FRW1YbtVrXGdw5/view?usp=share_link
সিলেবাসঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো: জামাল এর বলেন, ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। শিক্ষার্থীরা যা পড়েছে সেটির আলোকেই প্রশ্ন করা হবে। এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে হলেও প্রশ্ন সম্পূর্ণ বই থেকেই থাকবে। তবে যারা প্রশ্ন প্রণয়ন করেন তারা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের বিষয়টি মাথায় রেখেই প্রশ্ন তৈরি করবেন।
তথ্য সূত্রঃ দ্য ডেইলি ক্যাম্পাস
MAT Preparation Flash Cards: https://bebrainer.com/products