সেকেন্ড টাইমারদের মূলমন্ত্র কি জানো?
প্রথমত ধৈর্য ধরে থাকা.... পরিবার থেকে সাপোর্ট পাবার পরও আশেপাশের মানুষ,আত্মীয়স্বজন দের কথাবার্তা শুনে ধৈর্য ধরে থাকা খুব কষ্টকর ব্যাপার।
এজন্যই তোমাকে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়া এই প্রতিকূল সময় অতিক্রম করতে হবে।
দ্বিতীয়ত নিয়মিত পড়াশোনা করা... আসলে একজন সেকেন্ড টাইমার এতসব হতাশা, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, সে হিসেবে নিয়মিত পড়াশোনা করা হয়ে ওঠে না। কিন্তু তোমাকে নিয়মিত পড়াশোনা করতেই হবে।
অনলাইন হোক বা অফলাইন হোক নিয়মিত গাইডলাইন ফলো করার চেষ্টা করবে। তোমার দুর্বলতা খুজে বের করতে এটা অনেক গুরুত্বপূর্ণ।
দৃঢ় প্রত্যয়ী হতে হবে এবং সর্বোপরি মহান স্রষ্টার কাছে সাহায্য চাইবে প্রতিনিয়ত।
এভাবে রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা চালিয়ে যাও, পরবর্তী পাবলিকিয়ান তুমিই হবে