সেকেন্ড টাইমারদের মূলমন্ত্র কি জানো? | beBrainer
01796636922
mailer@bebrainer.com

সেকেন্ড টাইমারদের মূলমন্ত্র কি জানো?

Created by BeBrainer Ltd. in Jahangirnagar University 30 Nov 2022

✅✅সেকেন্ড টাইমারদের মূলমন্ত্র কি জানো?

☑️প্রথমত ধৈর্য ধরে থাকা....
🚫⚠️পরিবার থেকে সাপোর্ট পাবার পরও আশেপাশের মানুষ,আত্মীয়স্বজন দের কথাবার্তা শুনে ধৈর্য ধরে থাকা খুব কষ্টকর ব্যাপার।
🚫⚠️বন্ধুবান্ধব সহ পরিচিত যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল, তুমি পারলে না এটা মেনে নিয়ে ধৈর্য ধরে থাকাও খুব সহজ ব্যাপার নয়🙂
🚫⚠️সবচেয়ে কাছের বন্ধুটি নামিদামি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এখন তোমার সাথে কথা বলতেও দ্বিধাবোধ করে, এটা সহ্য করে রাখা মানসিক যন্ত্রণার সর্বোচ্চ সীমা অতিক্রম করে🙂
🚫⚠️সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন ধৈর্য ধরা আসলেই কষ্টের বিষয়।আর এইসব পীড়াদায়ক প্রতিটি ঘটনার সাক্ষী হয়ে থাকে একজন সেকেন্ড টাইমার।🙂🙂
এজন্যই তোমাকে সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়া এই প্রতিকূল সময় অতিক্রম করতে হবে।
☑️দ্বিতীয়ত নিয়মিত পড়াশোনা করা...
আসলে একজন সেকেন্ড টাইমার এতসব হতাশা, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়, সে হিসেবে নিয়মিত পড়াশোনা করা হয়ে ওঠে না। কিন্তু তোমাকে নিয়মিত পড়াশোনা করতেই হবে।
☑️অনলাইন হোক বা অফলাইন হোক নিয়মিত গাইডলাইন ফলো করার চেষ্টা করবে। তোমার দুর্বলতা খুজে বের করতে এটা অনেক গুরুত্বপূর্ণ।
☑️দৃঢ় প্রত্যয়ী হতে হবে এবং সর্বোপরি মহান স্রষ্টার কাছে সাহায্য চাইবে প্রতিনিয়ত।
এভাবে রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা চালিয়ে যাও, পরবর্তী পাবলিকিয়ান তুমিই হবে❤️

Comments (0)