JU D নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার! । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ | beBrainer
01796636922
mailer@bebrainer.com

JU D নিয়ে সকল কনফিউশন ক্লিয়ার! । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদ

Created by BeBrainer Ltd. in Jahangirnagar University 30 Nov 2022

📌📌 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমাদের মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান :


১) জাবিতে কি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যাবে ? কত পার্সেন্ট সেকেন্ড টাইমার চান্স পায় ?
- হ্যাঁ দেয়া যাবে । ৭৩% এর ও বেশি সেকেন্ড টাইমার চান্স পায় সাধারণত ।

২) সাস্ট ও JUST এর মত জাবিতে কি সেকেন্ড টাইমারদের কোন মার্কস কাটে ?
- না ।

৩) আমার জিপিএ কম , আমি কি চান্স পাবো ?
- জিপিএর উপর মাত্র ২০ নাম্বার । সুতরাং জিপিএ তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ই ফেলবেনা । ভর্তি পরীক্ষায় যারা ভালো করবে তারাই চান্স পাবে । কোনোরকম আবেদন করার যোগ্যতা নিয়েই জাবিতে পড়তেছে এমন স্টুডেন্ট অনেক আছে । জিপিএ কম এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ভালোভাবে প্রিপারেশান নাও ।

৪) বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারে ?
- বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা জাবির সকল ইউনিটেই পরীক্ষা দিতে পারে ।

৫)বিগত বছরের প্রশ্ন সলভ করা কি জরুরি ? বিগত বছরের প্রশ্ন থেকে কত পার্সেন্ট কমন পড়ে ?
- জাবির প্রশ্নপদ্ধতি সকল ভার্সিটি থেকে আলাদা তাই জাবির প্রশ্নপদ্ধতি বুঝতে ও ভালোভাবে প্রিপারেশান নিতে চাইলে প্রথমেই প্রশ্নব্যাংক সলভ করতে হবে । জাবির ডি ইউনিট এর জন্য " ফার্মানলেজ " প্রশ্নব্যাংকটি বেস্ট । এটি ফলো করো । তাছাড়া , বিগত বছরের প্রশ্ন থেকে সাধারণত ১৫-২০% প্রশ্ন রিপিট হয় ।

৬) জিপিএ এর উপর মোট কত নাম্বার ? কিভাবে কাউন্ট করে ?
- মোট ২০ নাম্বার । এসএসসি রেজাল্টকে ১.৫ দ্বারা গুন ও এইচএসসির রেজাল্টকে ২.৫ দ্বারা গুন করা হয় ।

৭) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটেই IQ ( বুদ্ধিমত্তা ) থেকে প্রশ্ন করা হয় । এই IQ এর জন্য কোন বই পড়বো ?
- beBrainer IQ Ebook টা পড়তে পারো।

৮) বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর জন্য কোন বই পড়বো ?
- মেইন বই । এর কোন বিকল্প নেই ।

Comments (0)