নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর মাত্র একটি ব্লগেঃ
আবেদনের যোগ্যতা
নটরডেম কলেজ শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য। ঠিক হলিক্রস কলেজ যেমন শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য।
এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না । একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:
বিজ্ঞান গ্রুপ: বিজ্ঞান গ্রুপের বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনের জন্য আবেদনের জন্য (উচ্চতর গণিত সহ) উভয়ের জিপিএ ৫.০০ থাকতে হবে।
মানবিক গ্রুপ: মানবিক গ্রুপে আবেদন করার জন্য আপনার অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে হিউম্যানিটিজ গ্রুপে আবেদন করার জন্য আপনার অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিজনেস স্টাডিজ গ্রুপ: বিজনেস স্টাডিজ গ্রুপের জন্য আবেদন করার জন্য আপনার ন্যূনতম জিপিএ ৪.০০থাকতে হবে। বিজ্ঞান গ্রুপ থেকে বিজনেস স্টাডিজ গ্রুপে আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রয়োজন।
পরীক্ষার সময়ঃ 1 ঘন্টা
সিলেবাস
বিজ্ঞান বিভাগঃ বাংলা ,ইংরেজি ,আইসিটি ,পদার্থবিজ্ঞান ,রসায়ন ,উচ্চতর গণিত ও জীববিজ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগঃ বাংলা ,ইংরেজি ,আইসিটি , হিসাববিজ্ঞান ও সাধারণ জ্ঞান
মানবিক বিভাগঃ বাংলা ,ইংরেজি ,আইসিটি ও সাধারণ জ্ঞান
Available Seats
NDC তে কি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে?
-না