নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর মাত্র একটি ব্লগেঃ | beBrainer
01796636922
mailer@bebrainer.com

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর মাত্র একটি ব্লগেঃ

By Tawhid Tihan in 1 Dec 2022 | 12:25 am
Tawhid Tihan

Tawhid Tihan

Staff
Faithful User
Forums Top User
Posts: 1
Member since: 1 Dec 2022

নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর মাত্র একটি  ব্লগেঃ

                               আবেদনের যোগ্যতা

 

  • নটরডেম কলেজ শুধুমাত্র পুরুষ শিক্ষার্থীদের জন্য। ঠিক হলিক্রস কলেজ যেমন শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের জন্য। 


  • এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবে না । একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের জন্য প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:


  • বিজ্ঞান গ্রুপ: বিজ্ঞান গ্রুপের বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনের জন্য আবেদনের জন্য (উচ্চতর গণিত সহ) উভয়ের জিপিএ ৫.০০ থাকতে হবে।


  • মানবিক গ্রুপ: মানবিক গ্রুপে আবেদন করার জন্য আপনার অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে হিউম্যানিটিজ গ্রুপে আবেদন করার জন্য আপনার অবশ্যই ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।


  • বিজনেস স্টাডিজ গ্রুপ: বিজনেস স্টাডিজ গ্রুপের জন্য আবেদন করার জন্য আপনার ন্যূনতম জিপিএ ৪.০০থাকতে হবে। বিজ্ঞান গ্রুপ থেকে বিজনেস স্টাডিজ গ্রুপে আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ ৪.৫০ প্রয়োজন।


পরীক্ষার সময়ঃ 1 ঘন্টা


                                   

সিলেবাস


  • বিজ্ঞান বিভাগঃ বাংলা ,ইংরেজি ,আইসিটি ,পদার্থবিজ্ঞান  ,রসায়ন  ,উচ্চতর গণিত ও জীববিজ্ঞান

  • ব্যবসায় শিক্ষা বিভাগঃ বাংলা ,ইংরেজি ,আইসিটি , হিসাববিজ্ঞান ও সাধারণ জ্ঞান

  • মানবিক বিভাগঃ  বাংলা ,ইংরেজি ,আইসিটি ও সাধারণ জ্ঞান




                                       Available Seats


Science

1800+ 300 (English Version)

Business Studies

760

Humanities

410


  • NDC তে কি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে?

    -না

1 Dec 2022 | 12:25 am
0 Likes

Report

Please describe about the report short and clearly.