১.ভাইয়া আমি ঢাকায় থাকি। bsc in nursing এ ঢাকার কলেজ গুলোয় প্রতিযোগিতা অনেক বেশি। তাই ঢাকার বাহিরে কাছাকাছি কোন নার্সিং কলেজ গুলো চয়েস দিলে সিরিয়াল আসার সম্ভাবনা বেড়ে যাবে?
২.যদি ঢাকার বাহিরে কোনো টায় চান্স হয় তাহলে কি সেখান থেকে পরবর্তী তে ঢাকায় মাইগ্রেশন করে আসা যাবে?
আসা গেলে কতদিন পর আসা যায় এবং কোনো ক্রাইটেরিয়া আছে? তথা সিস্টেম টা কি?
উত্তর টা একটু বুঝিয়ে বললে আমার কনফিউশান গুলো দূর হতো, ধন্যবাদ ভাইয়া
তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ আপু। দুটি প্রশ্নের উত্তর একত্রে দিচ্ছি। ঢাকার মধ্যে সরকারি নার্সিং কলেজ গুলোতে প্রতিযোগিতা বেশি। ঢাকার মধ্যে চান্স পেলে সাধারণত খুব সংখ্যক স্টুডেন্ট অন্য কোথাও মাইগ্রেশন করে। যার ফলে অন্য জেলা থেকে ঢাকার মধ্যে মাইগ্রেশন করে আসা স্টুডেন্ট এর সংখ্যা ও কম হয়ে থাকে। তবে চান্স পাওয়ার পর একটু খোঁজ খরব রাখলে সুযোগ পাওয়া যেতে পারে। ঢাকার বাহিরে কাছা কাছি জেলা গুলোতে যে নার্সিং কলেজ গুলো আছে সেগুলো দেখতে পারো তুমি। যেমনঃ
Nursing & Midwifery College, Cumilla 80
Nursing & Midwifery College, Tangail 80 ( টাংগাইল )
Nursing Institute, Brahmanbaria 70
Syeda Zohra Tajuddin Nursing College, Kapasia, Gazipur 50 ( গাজীপুর )