H.S.C/ Alim ২০২২ ব্যাচের Result প্রকাশ।এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম ( ৩ টি নিয়ম যদি মেইন সার্ভার ডাউন থাকে )
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিমের পরীক্ষার ফলাফল 2023,৮ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।
কখন ফল প্রকাশ হবে:
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
যেভাবে ফল জানতে পারবে:
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
একসাথে অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখার চেষ্টা করে। তাই কোন একটা নিয়মে না হলে Alternative নিয়মে চেষ্টা করতে হবে!
সরকারি এই ওয়েবসাইটে ( http://www.educationboardresults.gov.bd/ ) রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
নিয়ম ২ঃ
SMS মেসেজের মাধ্যমেও ফলাফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। #উদাহরণ—HSC Dha 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
মোবাইল থেকে SMS এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম:
Sample Pattern
নিয়ম ৩ঃ
( মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাইলে ) এই ওয়েবসাইট দিয়ে অনলাইনে খুব সহজে পরীক্ষার্থীর রেজাল্টের গ্রেড পয়েন্ট জানার পাশাপাশি বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার (মার্কশিট) জানা যায়। ( Link: https://eboardresults.com/v2/home )
প্রথমে উপরের লিংকে ক্লিক করুন। তারপর উপরে প্রদর্শিত ছবির মত একটি ওয়াবসাইট ওপেন হবে।
তারপর প্রথমে HSC/ Alim /Equivalent সিলেক্ট করুন
এরপর পরীক্ষার সন দিয়ে বোর্ডের নাম সিলেক্ট করুন
তারপর result type অপশন থেকে Individual result সিলেক্ট করুন।
এরপর Roll ও Registration নম্বর দিন।
এরপর ক্যাপচা পূরন করুন। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের ঘরে বসান। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে বসান)
বাংলাদেশের বিভিন্ন বোর্ডের শর্ট কোড সমূহ একত্রে। বোর্ডের নামের প্রথম ৩ লেটার ই হলো শর্ট কোড!
সকল বোর্ডের শর্ট কোড
মাদ্রাসা শিক্ষা বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য ALIM লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। #উদাহরণ—ALIM Mad 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
ডাঃ আব্দুর রউফ উল্লাস, এম বি বি এস
ঢাকা মেডিকেলে কলেজ।
এফ সি পি এস পার্ট-১
মেডিসিন।
লেখকঃ Biology Flash Cards