HSC Result কিভাবে দেখবো? ২০২৩ [ SMS + নাম্বার সহ মার্কশিট ] | beBrainer
01796636922
mailer@bebrainer.com

HSC Result কিভাবে দেখবো? ২০২৩ [ SMS + নাম্বার সহ মার্কশিট ]

By BeBrainer Ltd. in 7 Feb 2023 | 06:04 pm
BeBrainer Ltd.

BeBrainer Ltd.

Staff
Faithful User
Expert Vendor
Golden Classes
King Seller
Fantastic Support
Store King Seller
Forums Top User
Loyal Writer
Posts: 6
Likes: 1
Followers: 144
Member since: 25 Nov 2022

H.S.C/ Alim ২০২২ ব্যাচের Result প্রকাশ।এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম ( ৩ টি নিয়ম যদি মেইন সার্ভার ডাউন থাকে )


উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিমের পরীক্ষার ফলাফল 2023,৮ ফেব্রুয়ারি বুধবার প্রকাশ করা হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।


কখন ফল প্রকাশ হবে:

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকাল ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।


যেভাবে ফল জানতে পারবে:

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।


একসাথে অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখার চেষ্টা করে। তাই কোন একটা নিয়মে না হলে Alternative নিয়মে চেষ্টা করতে হবে! 


 নিয়ম ১ঃ


সরকারি এই ওয়েবসাইটে ( http://www.educationboardresults.gov.bd/ ) রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।


নিয়ম ২ঃ 


SMS মেসেজের মাধ্যমেও ফলাফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। #উদাহরণ—HSC Dha 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।


মোবাইল থেকে SMS এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার নিয়ম:


  • প্রথমে যেকোন মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখুন HSC বা Alim অর্থাৎ মাদ্রাসা ছাড়া অন্যান্য সকল বোর্ডের ক্ষেত্রে HSC লিখতে হবে।
  • একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখুন। নিম্নে সকল বোর্ডের ১ম ৩ টি অক্ষর দেখুন
  • এরপর একটি স্পেস (গ্যাপ বা ফাকা) দিয়ে Roll নম্বরটি লিখুন
  • আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার year লিখুন
  • এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে



Sample Pattern

এইচএসসি

HSC Dha 123456 2022

আলিম

Alim Mad 123456 2022

কারিগরি

HSC Tec 123456 2022

পাঠাতে হবে

16222 নম্বরে

চার্জ / ফি

২.৫০ টাকা (প্রতি মেসেজ)




নিয়ম ৩ঃ 


( মার্কশিট সহ রেজাল্ট দেখতে চাইলে ) এই ওয়েবসাইট দিয়ে অনলাইনে খুব সহজে পরীক্ষার্থীর রেজাল্টের গ্রেড পয়েন্ট জানার পাশাপাশি বিষয় ভিত্তিক প্রাপ্ত নাম্বার (মার্কশিট) জানা যায়। ( Link: https://eboardresults.com/v2/home 


  • প্রথমে উপরের লিংকে ক্লিক করুন। তারপর উপরে প্রদর্শিত ছবির মত একটি ওয়াবসাইট ওপেন হবে।

  • তারপর প্রথমে HSC/ Alim /Equivalent সিলেক্ট করুন

  • এরপর পরীক্ষার সন দিয়ে বোর্ডের নাম সিলেক্ট করুন

  • তারপর result type অপশন থেকে Individual result সিলেক্ট করুন।

  • এরপর Roll ও Registration নম্বর দিন।

  • এরপর ক্যাপচা পূরন করুন। (security key অপশনের পাশে যে লেখা বা ক্যাপচা থাকবে, তা ডান পাশের ঘরে বসান। যদি ক্যাপচা না বুঝে থাকেন, তাহলে reload করে বসান)




বাংলাদেশের বিভিন্ন বোর্ডের শর্ট কোড সমূহ একত্রে। বোর্ডের নামের প্রথম ৩ লেটার ই হলো শর্ট কোড! 


সকল বোর্ডের শর্ট কোড

বোর্ডের নাম

শর্ট কোড

যশোর

JES

কুমিল্লা

COM

চট্টগ্রাম

CHA

বরিশাল

BAR

রাজশাহী

RAJ

মাদ্রাসা

MAD

ঢাকা

DHA

দিনাজপুর

DIJ

ময়মনসিংহ

MYM

সিলেট

SYL

কারিগরি

TEC


মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য ALIM লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। #উদাহরণ—ALIM Mad 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।


এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ: 

ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।


Learn More About Our Flash Cards: https://bebrainer.com/products 




ডাঃ আব্দুর রউফ উল্লাস, এম বি বি এস
ঢাকা মেডিকেলে কলেজ।
এফ সি পি এস পার্ট-১
মেডিসিন।
লেখকঃ Biology Flash Cards





রেজাল্ট দেখতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারো। আমরাই তোমার রেজাল্ট দেখে দিবো।

7 Feb 2023 | 06:04 pm
0 Likes

Report

Please describe about the report short and clearly.