কলেজ শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট বা Extra Curricular Activities উন্নতি করণে BeBrainer এর ক্ষুদ্র আয়োজন!!! BeBrainer এর একজন দক্ষ অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে প্রমাণ করতে তোমাকে এই ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে।
ফর্ম লিংক:
https://forms.gle/q17qtutzTGw49T5L8
ডেডলাইন: ৭ই মার্চ থেকে ১২ মার্চ।
চূড়ান্ততালিকা প্রকাশের সর্বোচ্চ সময়সীমা: ১৫ই মার্চ
(মেইলে কিংবা মোবাইলে SMS এর মাধ্যমে অথবা উভয় মাধ্যমে)
BeBrainer এর কলেজ অ্যাম্বাসেডরদের জন্য আমাদের আয়োজনঃ
১. প্রতি মাসে সেরা ৫ জন স্টুডেন্ট অ্যাম্বাসেডর নির্বাচিত করে নাম ঘোষণা করা ও তাদের সার্টিফিকেট সহ পুরস্কৃত করা।
২. প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি পোস্ট দাতা ৩ জন অ্যাম্বাসেডর এর নাম ঘোষণা করে পুরস্কৃত করা।
৩. টানা ২ মাস টপ ১০ এ থাকলে রয়েছে Affiliate Partner হওয়ার সুবিধা!
৪. নিজের স্কিল Development করার সুযোগ।
৫. আমাদের বিভিন্ন কোর্সে টানা টপ পারফর্মার দের জন্য রয়েছে টি-শার্ট সহ আকর্ষনীয় পুরস্কার!
৬. সাথে চাহিদামতো কোর্স/ এক্সাম ব্যাচে বিশেষ ছাড়!!!
৭. বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ পড়ুয়াদের থেকে এক্সক্লুসিভ গাইড লাইন সেশন ও বিশেষ ক্লাসের ব্যবস্থা।
৮. ভবিষ্যতে আমাদের সাথে কাজ করার সুযোগ।
BeBrainer এর স্টুডেন্ট অ্যাম্বাসেডরদের করণীয়ঃ
১. BeBrainer এর ফ্রি কনটেন্ট গুলো তোমার কলেজের বন্ধুদের সাথে শেয়ার করা ও তাদেরকে BeBrainer এর গ্রুপে জয়েন করানো, যেন একসাথে সবাই শিখতে পারে।
২. BeBrainer কর্তৃক আয়োজিত ক্যাম্পেইন গুলোতে এক্টিভলি অংশগ্রহণ করা কিংবা ক্যাম্পেইন কার্যক্রমে সহায়তা করা।
৩. নিজের বানানো নোটস গুলো BeBrainer এর গ্রুপ সমূহে নিয়মিত পোস্ট করে অন্যদের পড়াশোনায় সহায়তা করা।
৪. নিজের স্কুল বা কলেজের জুনিয়র বা সহপাঠিদের পড়াশোনায় ও অন্য যেকোন ভালো কাজে সহায়তা করা।
৫. BeBrainer কর্তৃক আয়োজিত ভার্চুয়াল এডুকেশনাল কনসালটেন্সিতে জয়েন করা।
৬. তোমার ক্রিয়েটিভ দক্ষতাগুলো আমাদের সাথে শেয়ার করা।
যেকোন সহায়তার জন্য ম্যাসেজ করতে পারোঃ
১. BeBrainer fb page: https://www.facebook.com/bebrainerofficial?mibextid=ZbWKwL
২. Shuvashish Barman ( Human Resources Manager, BeBrainer LTD): https://www.facebook.com/Shuvashish.Barman18?mibextid=ZbWKwL
পোস্ট করতে পার:
১। BeBrainer fb group: https://www.facebook.com/groups/326711018922806/
২। নার্সিং গ্রুপঃ https://www.facebook.com/groups/547332985969002
৩। মেডিকেল ভর্তি প্রস্তুতি গ্রুপঃ https://www.facebook.com/groups/422072161996088
৪। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রুপঃ https://www.facebook.com/groups/293747422138639
#HSC #CollegeAmbassador #BeBrainer